জরুরী নোটিশ

এতদ্বারা রায়পুরা রাজ কিশোর রাধা মোহন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৩ জুলাই/২০২৪ খ্রি. থেকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) অনুষ্ঠিত হবে। উক্ত মূল্যায়নে(পরীক্ষায়) বাধ্যতামূলকভাবে সকল ছাত্র-ছাত্রীকে অংশ গ্রহণ করতে হবে। যদি কোন ছাত্র-ছাত্রী উক্ত মূল্যায়নে(পরীক্ষায়) অংশগ্রহণ না করে তাহলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হবে না। এই জন্য কেহ প্রমোশন না পেলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য যে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল নৈপুণ্য এপের মাধ্যমে বোর্ডে প্রেরণ করা হবে এবং এর আলোকে চূড়ান্ত ফলাফল তৈরী করা হবে।

Copyright © RAIPURA R.K.R.M SCHOOL AND COLLEGE All rights reserved